BCS Lecture Sheet
লক্ষ্য যখন বিসিএস।
আমাদের দেশে সবচেয়ে গৌরবময় এবং প্রেস্টিজিয়াস জবের মধ্যে অন্যতম প্রধান হল বিসিএস। প্রতিটি শিক্ষার্থীরই পরম আরাধ্য চাওয়া হল বিসিএস। কিন্তু স্বপ্ন কি সবার কাছেই ধরা দেয়? অবশ্যই না।
বাংলাদেশ সিভিল সার্ভিসের অভীষ্ট লক্ষ্যে তারাই পৌঁছতে পারে,যারা হাল ছাড়ে না। এবং অবশ্যই তারা, যারা প্ল্যান অনুযায়ী, সুনির্দিষ্ট গাইড মেনে অধ্যায়ন করে।
এই দুর্দান্ত স্বপ্বাজদের লক্ষ্যের সারথী হতে সবসময় সাথে আছে বাংলামেড পাবলিকেশন।
বাংলামেডের প্রকাশনা মানেই অনন্য। বাংলামেডের সব প্রকাশনাই মানের বিচারে অতুলনীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটুকু সবচেয়ে সহজভাবে তুলে ধরতেই আমাদের নিরন্তর প্রয়াস। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি 'জেনেসিস বিসিএস প্রিলিমিনারি ' লেকচার শিট।
বেশকয়েকজন অভিজ্ঞ খ্যাতনামা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সংকলিত হয়েছে বহুল আকাংখিত "বিসিএস" লেকচার শিট।
কেনো পড়বেন এই শীটগুলোঃ-
১. দেশসেরা অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা সম্পাদিত ।
2. বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে প্রশ্নের ধরণ সাজানো হয়েছে ।
3. সমসাময়িক পরীক্ষাগুলোর মানদণ্ডে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদাভাবে বিন্যস্ত করা হয়েছে ।
4 প্রতিটি বিষয় স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া ও রিভিশন দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ।
5. গুরুত্বপূ্র্ণ অংশ নিয়ে গুছানো এবং পরীক্ষা কেন্দ্রিক।
6. যেকোনো চাকরি পরীক্ষার জন্য সহায়ক ।
7. প্রতিটি টপিকের শেষে অনুশীলনের জন্য নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে